আন্তর্জাতিক ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের অবস্থা নাজুক। নগর থেকে গ্রাম সবখানেই করোনার থাবায় প্রাণ যাচ্ছে অগুনতি।গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত ৩ হাজার ১২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণ গেছে ৩ লাখ ২৯ হাজার ১শ মানুষের।সোমবার (৩১ মে) এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।খবরে বলা হয়, এসময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৩৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮০ লাখ ৪৭ হাজার ৫৩৪ জন। তবে সম্প্রতি দেশটিতে সংক্রমণের হার কিছুটা কমেছে।চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষের প্রাণ গেছে। তালিকায় যুক্তরাষ্ট্রের পর রয়েছে ব্রাজিল। এরপরই ভারতের অবস্থান।