যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহতের ঘটনায় আটক ৫ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার বিকেলে এ ৫ জনকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহদি হাসানের আদালতে উপস্থাপন করে প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ, প্রবেশন অফিসার মাসুম বিল্লাহ ও সাইকো সোস্যাল কাউন্সিলর মুশফিকুর রহমানের পাঁচ দিন করে এবং কারিগরি প্রশিক্ষক ওমর ফারুক ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর একেএম শাহানুর আলমকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নিহত রাব্বির পিতা রোকা মিয়া শুক্রবার রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। যেখানে ওই কেন্দ্রের অজ্ঞাত কর্মকর্তা-কর্মচারীদের আসামি করা হয়েছিল।এদিকে শনিবার দুপুরে যশোরের পুলিশ সুপার মোহাম্মদ মোহাম্মদ আশরাফ হোসেন নিজ কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে এ ৫ জনকে আটকের কথা জানান। এসময় তিনি বলেন, শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী, আনসার সদস্যসহ মোট ১৯ জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের মধ্য থেকে ৫ জনকে আটক করা হয়।