নিজস্ব প্রতিবেদক : জেএসসিই (জাপান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স) অ্যাওয়ার্ড ২০২১ পেল কাঁচপুর, মেঘনা ও গোমতি ২য় সেতু নির্মাণ প্রকল্প। বুধবার (১৯ মে) জাইকা থেকে এ তথ্য জানানো হয়।জাইকা জানায়, আরএইচডি, ওরিয়েন্টাল কনসালট্যান্ট গ্লোবাল, জাপান স্ট্রাকচারাল ব্রিজ রিসার্চ ইনস্টিটিউট, কাটাহিরা ইঞ্জিনিয়ারিং ইন্টারন্যাশনাল, ডাইনিপ্পন কনসালটেন্ট, এসএমইসি ইন্টারন্যাশনাল, ওবায়াসি কর্পোরেশন, শিমিজু কর্পোরেশন, জেএফই ইঞ্জিনিয়ারিং, আইএইচআই ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম এবং অন্য সবাইকে অভিনন্দন জানানো হয়েছে যারা প্রকল্পে অবদান রেখেছেন।এই তিনটি সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৮ হাজার ৪শ ৮৭ কোটি টাকা। এর মধ্যে জাপানের জাইকা ৬ হাজার ৪শ ৩০ কোটি টাকা সহায়তা দিয়েছে।তিনি আরও বলেন, এই প্রকল্পে প্রস্তাবিত ব্যয়ের তুলনায় ১ হাজার কোটি টাকা কম খরচ হয়েছে।