সৎ সংবাদকর্মী কখনোই রাষ্ট্রের প্রতিপক্ষ নন: শাকিব খান

সৎ সংবাদকর্মী কখনোই রাষ্ট্রের প্রতিপক্ষ নন: শাকিব খান
বিনোদন ডেস্ক : প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের পাশে দাঁড়ালেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। উদ্বেগ প্রকাশ করে এই সাংবাদিকের শতভাগ ন্যায়বিচার প্রত্যাশা করেছেন তিনি।বুধবার (১৯ মে) ‘নবাব’খ্যাত তারকা নিজের অফিসিয়াল ফেসবুক পেজে রোজিনাকে নিয়ে একটি পোস্ট করেছেন। আদালত থেকে কারাগারে নেওয়ার সময় প্রিজন ভ্যানের ভেতর থেকে বিস্ময় আর বেদনা নিয়ে তাকিয়ে থাকা রোজিনার একটি ছবিও পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন তিনি।শাকিব খান লেখেন, ‘দু’দিন ধরে সাংবাদিক রোজিনা ইসলামের কয়েকটি স্থিরচিত্র দেখছি আর বিস্মিত হচ্ছি। দেশ ও বিশ্ব গণমাধ্যমে তাকে ঘিরে তৈরি প্রতিবেদনগুলো পড়ছি আর ভাবছি, আমার সোনার বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকেছে! একজন সৎ সংবাদকর্মী তো কখনোই রাষ্ট্রের প্রতিপক্ষ নন। বরং তিনি সমাজ তথা দেশের দর্পণ হিসেবে কাজ করেন। দেশের উজ্জ্বলতম অনুসন্ধানী সাংবাদিকের এমন দশায় উদ্বিগ্ন হই, মনটা ভারাক্রান্ত হয়। ’তিনি আরও লেখেন, ‘দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে রোজিনা ইসলাম দেশে ও দেশের বাইরে থেকে পেয়েছেন একাধিক পুরস্কার। এ পর্যন্ত তিনি যেসব অসংগতি, দুর্নীতি জনগণের সামনে তুলে ধরেছেন, সেগুলোর সবই কাঠখড় পুড়িয়ে বের করে আনা তথ্য; যা বস্তুনিষ্ঠ এবং জনগণের মঙ্গলময়। ’রোজিনা ইসলামের ন্যায়বিচার কামনা করেন সবশেষে এই চিত্রনায়ক লেখেন, ‘সুসাংবাদিকতা করতে গিয়ে রোজিনা ইসলাম যেভাবে হেনস্তার শিকার হয়েছেন তা মোটেও কাম্য নয়। এতে করে স্বাধীন সাংবাদিকতার পথকে সংকুচিত করা হয়েছে। আদালতের মাধ্যমে রোজিনা ইসলাম যেন শতভাগ ন্যায়বিচার পান সেই কামনা করছি। ’উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালনকালে সোমবার (১৭ মে) সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দপ্তরে দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে পুলিশে দেওয়া হয়। পরে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে মামলা দায়ের করা হয়।রোজিনা ইসলামকে মঙ্গলবার (১৮ মে) আদালতে তুলে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার (২০ মে) শুনানির দিন ধার্য করেছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি