করোনাভাইরাসের কারণে কাজ হারিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত ৬১ হাজার ২১৮ বাংলাদেশি কর্মী দেশে ফেরত এসেছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। ইউরোপসহ বিশ্বের অর্থনৈতিক মন্দাই এসব কর্মীদের ফিরে আসার প্রধান কারণ বলে জানান তিনি । শনিবার সকালে প্রবাসীকল্যাণ ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, করোনা আক্রান্তদের জন্য ২০০ কোটি টাকা ও বিদেশ ফেরত সবার জন্য আরও ৫০০ কোটি টাকার ঋণ সহায়তা দেওয়া হবে।এছাড়া বিদেশ ফেরত কর্মীদের দক্ষতা বাড়াতে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান প্রবাসী মন্ত্রী।সকাল সাড়ে আটটায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মন্ত্রণালয়ের সচিব ড.আহমেদ মুনিরুছ সালেহীনসহ মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর–সংস্থার কর্মকর্তা কর্মচারীরা প্রবাসী কল্যাণ ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।