বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭২টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।তিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫৭টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির শেয়ার ও ইউনিট দর।
সপ্তাহজুড়ে ডিএসই সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) সাড়ে তিন শতাংশ বেড়েছে। গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৭.১১ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৭.৭৩ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৬২ পয়েন্ট বা ৩.৬২ শতাংশ বেড়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইর লেনদেনে শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল ফিড, রবি, বিএটিবিসি, স্কয়ার ফার্মা, লংকাবাংলা, ব্রাক ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, পাইওনিয়ার ইন্স্যুরেন্স ও বেক্সিমকো ফার্মা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে ৩ কার্যদিবসে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২২৮ কোটি ৩৪ লাখ ৬২ হাজার ৬৫৭ টাকার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৩২ কোটি ২৩ লাখ ৯৬ হাজার ৭৫৭ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৩ কোটি ৮৯ লাখ ৩৪ হাজার ১০০ টাকা বা ২ শতাংশ কমেছে। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৪৯.৩২ পয়েন্ট বা ২.৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৫৮.২০ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩১টির দর বেড়েছে, ৫৬টির কমেছে এবং ৩০টির দর অপরিবর্তিত রয়েছে।