আন্তর্জাতিক ডেস্ক :গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় প্রাণ গেছে আরো তিন হাজার ৮শ ৭৯ জনের। এই সময়ে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৩ লাখ ২৬ হাজার ১২৩ জনের শরীরে। গত দু’তিনদিনের পরিসংখ্যান অনুযায়ী মৃত্যু ও শনাক্ত উভয়ই কিছুটা কম। শনিবার (১৫ মে) এ তথ্য প্রকাশ করেছে ওয়ার্ল্ডোমিটার।
এ নিয়ে এ মহামারিতে দেশটিতে মোট শনাক্ত দাঁড়ালো ২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২৪৩ জনে। মোট মৃত্যু ২ লাখ ৬৬ হাজার ২২৯ জনের। করোনায় সেরে ওঠা রোগীর সংখ্যা ২ কোটি ৪ লাখের বেশি। এর আগে ১১ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪২০০ জনের মৃত্যু হয়। ৭ এপ্রিল ৪১৯৪ জনের মৃত্যু হয়। সবমিলিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৩৫০ জনে। এছাড়া ৬ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪ লাখ ১৪ হাজার ৪৩৩ জন শনাক্ত হয়। এটি এখন পর্যন্ত দেশটি সর্বোচ্চ শনাক্ত। ৫ মে ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন শনাক্ত হয়। ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর পর প্রায় প্রতিদিনই ২ হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে। একই সঙ্গে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন ৩ লাখের বেশি।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।