টেস্ট র‌্যাংকিংয়ে ৫ পয়েন্ট হারালো বাংলাদেশ

টেস্ট র‌্যাংকিংয়ে ৫ পয়েন্ট হারালো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক  :ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ এবং শ্রীলঙ্কা সফরে গিয়ে সিরিজ হারার পর আইসিসি কর্তৃক দুঃসংবাদই আসবে- এমনটাই অনুমিত ছিল। আর সেটাই ঘটল। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক প্রকাশিত সর্বশেষ টেস্ট র‌্যাংকিংয়ে মোট ৫ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে অবস্থানের কোনো হেরফের হয়নি। আগের মতোই নবম স্থানে আছে। সদ্য প্রকাশিত র‍্যাংকিংয়ে যথারীতি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ড নিজেদের শীর্ষ দুই স্থান ধরে রেখেছে। ১২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ভারত। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড, তাদের পয়েন্ট ১২০।অস্ট্রেলিয়াকে টপকে গেছে ইংল্যান্ড। র‌্যাংকিংয়ে ৫টি মূল্যবান পয়েন্ট খুইয়ে চার নম্বরে নেমে গেছে অস্ট্রেলিয়া। তাদের রয়েছে ১০৯ পয়েন্ট। অন্যদিকে ৩ পয়েন্ট পাওয়া ইংল্যান্ড ১০৯ পয়েন্ট নিয়ে রয়েছে তিন নম্বরে।
নিজেদের পঞ্চম অবস্থান ধরে রেখেছে পাকিস্তান, ৯৪ পয়েন্ট বাবর আজমের দলের। তবে র‌্যাংকিংয়ে বড় লাফটা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তারা ৮৪ পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে উঠে গেছে ৬ নম্বরে। অন্যদিকে ৯ পয়েন্ট খুইয়ে ৮০ নিয়ে এখন সাতে দক্ষিণ আফ্রিকা এবং ৭৮ পয়েন্ট নিয়ে আটে শ্রীলঙ্কা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনো জয় না পাওয়া বাংলাদেশ হারিয়েছে ৫টি পয়েন্ট। তারা এখন ৪৬ পয়েন্ট নিয়ে অবস্থান করছে নয় নম্বরে। অন্যদিকে পাকিস্তানের কাছে সবশেষ সিরিজে হোয়াইটওয়াশ হলেও ৮ পয়েন্ট যোগ হয়েছে জিম্বাবুয়ের ঝুলিতে, ৩৫ পয়েন্ট নিয়ে দশে তারা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি