ভারত থেকে অনুপ্রবেশ, সাতক্ষীরা সীমান্তে ৪ বাংলাদেশি আটক

ভারত থেকে অনুপ্রবেশ, সাতক্ষীরা সীমান্তে ৪ বাংলাদেশি আটক
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।বুধবার (২৮ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।আটক চারজন হলেন- সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গায়েনবাড়ি এলাকার রহমান উজিয়া কাগুচির ছেলে আজগর আলী (৪৫), তার স্ত্রী রুবিয়া বিবি (৩৫), মেয়ে আফরোজা খাতুন (১৫) ও আশা খাতুন (০৭)।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার কারণে ২৮ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত সীমান্ত দিয়ে যাতায়াত বন্ধ রয়েছে। বিজিবি সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে তলুইগাছা বিওপির টহল কমান্ডার আব্দুস সবুরের নেতৃত্বে একটি টহল দল সাতক্ষীরা সীমান্তের মেইন পিলার ১২/৫ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আব্দুর রহমানের বাগান এলাকায় অভিযান চালায়। অভিযানে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি ওই পরিবারটিকে আটক করা হয়। আটক চারজনকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি