চট্টগ্রাম প্রতিনিধি : নগরের ডবলমুরিং থানার চৌমুহনী এলাকা থেকে ২০ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মাদক ব্যবসায়ী মহিউদ্দিন প্রকাশ মন্টুকে (৩০) গ্রেফতার হয়েছে। রোববার (২৬ এপ্রিল) গভীর রাতে মিয়া বাড়ি সেলিম সওদাগরের ভাড়াঘর থেকে দুই সহযোগী রায়হান খালেদ (৩০) ও মাহফুজুর রহমান সামিনসহ (২১) তাকে গ্রেফতার করা হয়।এ সময় তার কাছ থেকে ৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গত ৬ এপ্রিল মাদক বিক্রেতা মন্টুকে গ্রেফতার করা হয়। এ সময় পালানোর জন্য সে দুই পুলিশ সদস্যকে কামড় দিয়ে আহত করে। সেই মামলায় আট দিন কারাগারে থেকে ১২ দিন আগে জামিনে বের হয়। বের হয়েই আবারও ইয়াবা বিক্রি শুরু করে। গ্রেফতার মন্টুর বিরুদ্ধে ২টি ও সামিনের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।