কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-মা-ছেলেসহ নিহত ৫, আহত দুই

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায়  বাবা-মা-ছেলেসহ নিহত ৫, আহত দুই

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বিআরটিসি বাস ও প্রাইভেট কারের মুখোমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ এবং আহত দুইজন। বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের দাসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিআরটিসির একটি বাসের সাথে নরসিংদী থেকে কুড়িগ্রামগামী একটি প্রাইভেট কারের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক দেলবর হোসেন নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে বাবা আকবর হোসেন (৫৯) ও ছেলে বেলাল হোসেন (২৬) মারা যায়। হাসপাতালে আনার পরে মা বিলকিস বেগম (৪৫) মারা যান। এ ছাড়া নিহত আকবর হোসেনের মেয়ে আয়শা সিদ্দিকা (১৪) ও প্রাইভেট কারের হেলপার মুমুর্ষূ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আয়শা সিদ্দিকাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আকবর হোসেন নরশিংদী জেলার মনোহরদী উপজেলা সমাজসেবা অফিসার। তার গ্রামের বাড়ী কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাচপীর এলাকায়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আনোয়ারুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক মারা যায়। পরে হাসপাতালে নেয়ার পথে বাবা আকবর ও ছেলে বেলাল মারা যান। পরে মা বিলকিস বেগম কুড়িগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

১৬৯ কর্মচারিকে চাকরিচ্যুত করলো রাসিক

মেহেন্দিগঞ্জ পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণের কর্মসূচি-৩ পরকল্পের চেক বিতরণ