আন্তর্জাতিক ডেস্ক : করোনা সংক্রমণে ভারত বিশ্বে এখন তৃতীয়। দেশটিতে আক্রান্ত ছাড়িয়েছে ১ কোটি ৩০ লাখ।তবে সবশেষ ১১ দিনে ভেঙেছে আগের সব রেকর্ড। নতুন আক্রান্ত ১০ লাখের বেশি। একদিনে নতুন রোগী শনাক্তেও দেশটি গড়েছে নতুন রেকর্ড। এদিন আক্রান্ত হয়েছে এক লাখ ৩২ হাজার।শুক্রবার (৯ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সবশেষ ২৪ ঘণ্টার এ পরিসংখ্যান জানিয়েছে সিএনএন।ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৯৬৮ জন। যা একদিনে সর্বোচ্চ।মাত্র ১১ দিনে আক্রান্ত হয়েছে ১০ লাখের বেশি। গতবছরের সেপ্টেম্বর মাসে প্রথম ঢেউয়ের চূড়ায় যখন ছিল তখন একবার এমনটি ঘটেছিল। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ৭৮০ জন। যা গতবছরের ১৮ অক্টোবরের পর সর্বোচ্চ।প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৬৭ হাজার ৬৯৪ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ও মৃত্যুর শীর্ষে আছে মহারাষ্ট্র।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।