ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় জনসমাগম না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে করোনা সংক্রমণ যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল, এবারও সেভাবে নিয়ন্ত্রণ করতে হবে বলেও তিনি জানান।বৃহস্পতিবার (১ এপ্রিল) সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে জাতীয় সংসদ অধিবেশনে শোক প্রস্তাবের ওপর আলোচনার সময় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলাম। আবার সারা বিশ্বে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এবার আমাদের দেশে হঠাৎ করে দ্রুত বেড়ে যাচ্ছে। আমরা আগেরবার নিয়ন্ত্রণ করেছিলাম। একেবারেই কমিয়ে এনেছিলাম। সবাই মনে করেছিল, করোনায় কিছুই হবে না। বিয়ের অনুষ্ঠানে যারাই গেছে, তারাই আক্রান্ত হয়েছে, পর্যটন এলাকায় যারাই ঘুরতে গেছে, তারাই আক্রান্ত হয়েছে। যেনো দাওয়াতে যাওয়াটাই বড় হয়ে গিয়েছিল। করোনা সংক্রমণ রোধে এর আগে যেভাবে নিয়ন্ত্রণ করেছি, সেভাবেই নিয়ন্ত্রণ করতে হবে। এরই মধ্যে কিছু নির্দেশনা দিয়েছি।আমি সবাইকে অনুরোধ করবো, মার্কেটে যাওয়া, বেশি মানুষের সঙ্গে মেলামেশা, যত কম পারা যায়, তত ভালো। বাইরে গেলে, অফিসে গেলে, ঘরে গরম পানির ভাপ নেবেন। এটা করা বেশি কষ্ট না। ভাপ জীবানুটাকে দুর্বল করে ফেলবে, ওটাকে শেষ করে দেবে। বাইরে বের হওয়ার সময় নাকে সরিষার তেল নিতে পারেন। শুনতে হয়তো সেকেলে শোনাবে, কিন্তু উপকার আছে। আমি বাইরে বের হওয়ার সময় নাকে সরিষার তেল নিয়ে বের হই। বিয়ের অনুষ্ঠান ঘরোয়াভাবে করেন। জনসমাগম যাতে না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। বাইরে বের হলেই মাস্ক পড়তে হবে। নিজে হয়তো ভুগছেন না, কিন্তু যার সঙ্গে মিশছেন তাকে আক্রান্ত করছেন, যোগ করেন প্রধানমন্ত্রী।