আন্তর্জাতিক ডেস্ক : মোজাম্বিকের উত্তরাঞ্চলীয় শহরের একটি হোটেলে জিম্মি মানুষদের উদ্ধারের সময় পুলিশের উপর অতর্কিত হামলা করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। বুধবার বিকেলে শহরটিতে আইএস এর অভিযান শুরু করার পর থেকে এলএনজি প্রজেক্ট ও সরকারি কর্মচারিরা জিম্মি আছে। তাদের উদ্ধারের সময় জঙ্গিরা পুলিশের উপর অতর্কিত হামলা চালালে দক্ষিন আফ্রিকান বংশদ্ভুত এক নাগরিক মারা গেছে বলে নিশ্চিত করা হয়েছে। তবে নিহত ও আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে বিবিসি। মোজাম্বিকের কাবো দেলাগাদো প্রদেশের পালমা শহরে একটি তরলীকৃতি প্রাকৃতিক গ্যাস কেন্দ্রের কাছের ঐ হোটেলে জঙ্গিগোষ্ঠী আইএস হামলা চালিয়ে চার দিন ধরে ১৮০ জনেরও বেশি মানুষকে আটকে রেখেছে। এদের মধ্যে বিদেশি কর্মীরাও রয়েছেন। জানুয়ারিতে বন্ধ হওয়া ২০ বিলিয়ন মার্কিন ডলার প্রকল্পটি চালু করার কথা বলায় হামলা চালিয়েছিল জঙ্গী সংগঠনটি।