আন্তর্জাতিক ডেস্ক : জাপানে এক সপ্তাহের ব্যবধানে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮।
রোববার স্থানীয় সময় সকালে দেশটির মূল ভুখন্ড থেকে একশ তিন কিলোমিটার উত্তর পূর্বে হাচিজোজিমা দ্বীপাঞ্চলে আঘাত হানে এটি। ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ট থেকে ৫০ কিলোমিটার গভীরে। এঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এক সপ্তাহ আগেই দেশটির উত্তরপূর্বাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।