হাইকোর্টে সস্ত্রীক আগাম জামিন পেলেন পিরোজপুরের মেয়র 

হাইকোর্টে সস্ত্রীক আগাম জামিন পেলেন পিরোজপুরের মেয়র 
নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের মামলায় পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নীলা রহমানকে পাঁচ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের অবকাশকালীন ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে রোববার (২৮ মার্চ) এ আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ আওসাফুর রহমান বুলু। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।গত ১৮ মার্চ দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আলী আকবর বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় বরিশালে দু’টি মামলা করেন।একটিতে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এ কে এম এ আউয়ালের ভাই বর্তমান পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নীলা রহমানকে আসামি করা হয়েছে।অপরটিতে জাল-জালিয়াতির মাধ্যমে নিয়োগের অভিযোগে পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তরফদার সোহেল রহমান, পৌরসভার কাউন্সিলর আবদুস সালাম বাতেন, নির্বাহী প্রকৌশলী আবু হানিফ, পৌরসভার সচিব মাসুদ আলমসহ নিয়োগ পাওয়া ২২ জনকে আসামি করা হয়েছে।এর মধ্যে দুই মামলায় মেয়র হাবিবুর রহমান মালেক এবং এক মামলায় তার স্ত্রী হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। আবেদনের ওপর শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন