মারা যাওয়া নবী হোসেন (৩৮) সদরের বাংলাবাজার পশ্চিম মুক্তারকুল এলাকার মৃত আব্দুস শুক্কুরের ছেলে। সোমবার দুপুরে খরুলিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ অবস্থায় খুচরা ইয়াবা বিক্রি করার সময় স্থানীয় লোকজন তাকে আটক করার চেষ্টা করলে সে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। সে সময় টমটম চালক সাহাব উদ্দিনসহ কয়েক জন আহত হন। পরে তাকে ধাওয়া করে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। এসময় তার শরীর তল্লাশি চালিয়ে ধারালো ছুরি, নগদ ১ লাখ ২৮ হাজার টাকা ও ১৩ পিস ইয়াবা উদ্ধার করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান বলেন, সদর থানার এসআই অঞ্জনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঐ ইয়াবা বিক্রেতাকে উদ্ধার করে নিয়ে যান। তখন সে সুস্থ ছিল বলে জেনেছি। সদর মডেল থানার ওসি (তদন্ত) খায়রুজ্জামান বলেন, ঐ ইয়াবা বিক্রেতাকে আহতবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিত্সা দিয়ে থানায় নিয়ে আসে। সকালে সে অসুস্থবোধ করলে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে আরো দুটি মামলা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।