আজ শুক্রবার দুপুরে খুলনায় একটি হোটেলে ২০২১-২০২২ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জাতীয় রাজস্ব বোর্ড ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘ভ্যাট নিয়ে ব্যবসায়ীদের একটা অস্পষ্টতা রয়েছে। ভ্যাট প্রদানকে অনেকে করের মতো মনে করছে। কিন্তু ভ্যাট হচ্ছে ক্রেতার কাছ থেকে রাষ্ট্রের পক্ষে সংগ্রহ করা অর্থ। এটি কোনো ব্যক্তির উপার্জন থেকে দেওয়া হচ্ছে না।’
তিনি বলেন, ‘প্রতিমাসে ভ্যাট পরিশোধ না করে অনেকে বছর শেষে রিটার্ন দিতে চান। কিন্তু এতে টাকার পরিমাণ অনেক বেশি হয়ে যাবে। ফলে রিটার্ন জমা দেওয়া অনেক কষ্টকর হয়ে যাবে এবং ভ্যাট প্রশাসনের সাথেও সমস্যা তৈরি হবে।’
এ ছাড়া তিনি ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে কাস্টমস হাউজের জন্য স্ক্যানিং মেশিন ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান। তিনি বলেন, হয়তো এ বছরের মধ্যে কিছু স্ক্যানিং মেশিন ক্রয় করে, বিভিন্ন কাস্টমস হাউজে দেওয়া যাবে।
সভায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার কমিশনার, মোংলা কাস্টমস হাউসের কমিশনার, খুলনা কর অঞ্চলের কর কমিশনারসহ খুলনা ও বরিশাল চেম্বারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।