জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে বালি চাপা দিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে বালি চাপা দিয়ে হত্যা
কুমিল্লার মুরাদনগর উপজেলার বি-চাপিতলা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বালি চাপা দিয়ে এক বৃদ্ধ কৃষককে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) ওই গ্রামের সালাউদ্দিন ও তার লোকজনের বিরুদ্ধে ওই বৃদ্ধ কৃষককে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
নিহত ইব্রাহীম (৬০) বি- চাপিতলা গ্রামের রুসমত আলীর ছেলে। পুলিশ সাগর (২৫) নামে একজনকে আটক করেছে। সে পাশের দেবিদ্বার উপজেলা সদরের মোল্লা বাড়ির জাকির হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, নিহত ইব্রাহীম তার ভাতিজা এরশাদ মিয়ার জমি নিয়মিত চাষাবাদ করে আসছিলেন। শুক্রবার সকালে ওই জমি জোরপূর্বক চাষ করতে যান চাপিতলা গ্রামের বাতেন মোল্লার ছেলে সালাউদ্দিন। তখন তিনি বাধা দিলে সালাউদ্দিন ও তার সহযোগী সাগর বৃদ্ধ ইব্রাহীমকে মারধর করে। এসময় বৃদ্ধ মাটিতে পড়ে গেলে সালাউদ্দিন তার মাথা বালির নিচে চাপ দিয়ে ধরে রাখেন। এতে ঘটনাস্থলে বৃদ্ধ ইব্রাহীমের মৃত্যু হয়। মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, উক্ত ঘটনায় নিহতের ছেলে ফারুক মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার মূল আসামি সালাউদ্দিন পলাতক। তাকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এসময় অভিযুক্ত সাগর নামে একজনকে আটক করা হয়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি