ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মার্চ সারাদেশে বড় বড় দোকান, মার্কেট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। শনিবার (১৩ মার্চ) আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রোববার (১৪ মার্চ) বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন জানিয়েছেন। তিনি বলেন, জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে আমরা এ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছি। এক্ষেত্রে সারাদেশে সব মার্কেট, শপিংমল, বড় বড় দোকান বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান, হোটেল, ওষুধের দোকান ইত্যাদি খোলা থাকবে। হেলাল উদ্দিন বলেন, আমরা আরও কিছু কর্মসূচি নেওয়ার কথা ভাবছি। আগামী সোমবার (১৫ মার্চ) একটি সভা আছে। সেখানে এ নিয়ে আলোচনা হতে পারে। এক্ষেত্রে কোনো সিদ্ধান্ত হলে তখন জানাবো।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।