গাজীপুরে সিটি হাসপাতালকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

গাজীপুরে সিটি হাসপাতালকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : সিটি হাসপাতাল ভবননানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালানো হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল সামগ্রী ব্যবহার করার অপরাধে প্রতিষ্ঠানটিকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বেলা পৌনে একটা থেকে অভিযান শুরু করে শেষ হয় বিকেল চারটায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স র‍্যাবের সহায়তায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানে অন্যদের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হাসপাতাল) উম্মে সালমা তানজিয়া ও গাজীপুর র‍্যাব-১-এর কমান্ডার আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

অপর এক অভিযানে গাজীপুরের চান্দনা এলাকায় সেবা জেনারেল হাসপাতালকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই হাসপাতাল থেকেও মেয়াদোত্তীর্ণ ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী জব্দ করা হয়েছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাংলাদেশ ‘জেএফ-১৭ থান্ডার কিনতে আগ্রহ প্রকাশ করেছে, তারা এখনো কোনো চুক্তিতে পৌঁছাননি: পাকিস্তান বিমান বাহিনীর মুখপাত্র

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও