নিজস্ব প্রতিবেদক : মেহেরপুরের গাংনী উপজেলায় ওয়াসিম আকরাম ওরফে মাগরিব আলী (৪৫) নামে ১৩ মাদক মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১৩ মার্চ) ভোর রাতে গাংনী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।মাগরিব আলী গাংনী উপজেলার করমদি গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে।মাগরিব আলী এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গাংনী থানায় ১৩টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আদালতের পরোয়ানা রয়েছে। অপর একটি অভিযানে জিআর গ্রেফতারি পরোয়ানা মূলে সাজাপ্রাপ্ত আসামি খাসমহল গ্রামের হেকমত আলীর ছেলে মো. আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাদের মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।
বগুড়া প্রতিনিধি:: বগুড়ায় জেলা কারাগারে ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন মারা গেছেন। তিনি সোমবার দিবাগত রাত ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান । শহিদুল ইসলাম রতন শহরের গোদারপাড়া দক্ষিণ পাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের সুপার ফারুক আহমেদ। তিনি জানান, শহিদুল ইসলাম রতন আগে থেকে অসুস্থ ছিলেন। তার ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা ছিল। সম্প্রতি কারাগারের মেডিকেল ওয়ার্ডে রাখা ছিল তাকে। গতকাল বিকেলেও তাকে নেবুলাইজার দেয়া হয়েছিল। পরে রাতে ২ টার দিকে মারা যান তিনি।