নিজস্ব প্রতিবেদক : মেহেরপুরের গাংনী উপজেলায় ওয়াসিম আকরাম ওরফে মাগরিব আলী (৪৫) নামে ১৩ মাদক মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১৩ মার্চ) ভোর রাতে গাংনী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।মাগরিব আলী গাংনী উপজেলার করমদি গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে।মাগরিব আলী এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গাংনী থানায় ১৩টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আদালতের পরোয়ানা রয়েছে। অপর একটি অভিযানে জিআর গ্রেফতারি পরোয়ানা মূলে সাজাপ্রাপ্ত আসামি খাসমহল গ্রামের হেকমত আলীর ছেলে মো. আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাদের মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।