বিসিবির আম্পায়ার মাসুম আর নেই

বিসিবির আম্পায়ার মাসুম আর নেই
স্পোর্টস ডেস্ক  : শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার আফজালুর রহমান মাসুম। বুধবার (১০ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের সদস্য শাহরিয়ার নাফিস।নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার লেখেন, ‘বিসিবির সম্মানিত আম্পায়ার, শ্রদ্ধেয় আফজালুর রহমান মাসুম ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকালে নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং তার শোক-সংতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ’আফজালুর রহমান মাসুম সাবেক জাতীয় আম্পায়ার এবং বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য ছিলেন।  বুধবার আসর নামাজের পর মহাখালি ডিওএউচএস জামিয়া মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

নিষেধাজ্ঞা অমান্য করে কুবির নতুন ক্যাম্পাসে সিএসই বিভাগের ভ্রমণ

আগে সুষ্ঠ পরিবেশ, তারপর নির্বাচন: জামায়াত আমির