অভিনেত্রী আশার মৃত্যু: প্রতিবেদন ১২ এপ্রিল 

অভিনেত্রী আশার মৃত্যু: প্রতিবেদন ১২ এপ্রিল 
ঢাকা: রাজধানীর দারুসসালাম টেকনিক্যাল মোড়ে ট্রাকের ধাক্কায় অভিনেত্রী আয়েশা আক্তার আশার মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রতিবেদন দাখিলের জন্য ১২ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।বুধবার (১০ মার্চ) এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।তবে মামলার তদন্ত কর্মকর্তা দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) সোহান আহমেদ প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুর-রহমান প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।মামলার অভিযোগ থেকে জানা যায়, ছয়-সাত বছর ধরে আসামি শামীম আহমেদের সঙ্গে আশার পরিচয়। সেই সূত্র ধরে শামীম প্রায়ই আশাদের বাসায় যাতায়াত করতেন। আশার পরিবারে কাছেও সে ছিল বিশ্বস্ত। মাঝে মধ্যে শামীমের মোটরসাইকেলে অফিস এবং অভিনয়ের কাজে আসা-যাওয়া করতো আশা।গত ৪ জানুয়ারি (সোমবার) রাত ১১টার দিকে বনানী অফিস থেকে বের হয়ে আশা তার বাবাকে ফোন করে কিছুক্ষণের মধ্যে বাসায় ফিরছেন বলে জানান। এ সময়ের মধ্যে আশা বাড়ি না ফিরলে রাত পৌনে দুইটার দিকে শামীম ফোনে আশার মৃত্যুর কথা জানান। তিনি বলেন, টেকনিক্যাল মোড়ে ট্রাকচাপায় আশার মৃত্যু হয়েছে।এ ঘটনায় পরদিন মঙ্গলবার (৫ জানুয়ারি) আয়শা আক্তার আশার বাবা মো. আবু কালাম বাদী হয়ে দারুসসালাম থানায় একটি মামলা করেন।মামলার এজাহারে বলা হয়, বেপরোয়া গতিতে মোটরসাইকেলে চালানোর সময় দুই ট্রাকের মাঝখান দিয়ে যাওয়ার সময় সামনের ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে আশা মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে যান। এরপর পেছন থেকে দ্রুতগতিতে আসা আর একটি ট্রাক তাকে চাপা দিলে মাথায় জখম হয়ে ঘটনাস্থলেই আশা মারা যান।এরপর গত ৬ জানুয়ারি আসামি মোটরসাইকেল চালক শামীম আহমেদকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। পরে অবশ্য তিনি আদালতের আদেশে জামিনে মুক্তি পান। আশা বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী ছিলেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

পুঁজিবাজারে সূচকের বড় পতন