ফুটপাতে ট্রাক, প্রাণ গেল আইনজীবীসহ তিন জনের

ফুটপাতে ট্রাক, প্রাণ গেল আইনজীবীসহ তিন জনের
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়ে ট্রাকচাপায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মো. ওসমান গণিসহ তিন জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।শনিবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।  নিহত অপর দুইজন হলেন- কলাতলীর দক্ষিণ আদর্শ গ্রামের মোহনা বেগম (৭০) ও ঢাকা উত্তরার শাহাদাত হোসেন।  প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ১০টার দিকে কলাতলী ডলফিন চত্বরে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এ সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলে একজন হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।  এছাড়াও রোববার (৭ মার্চ) ভোর ৪টার দিকে চট্টগ্রাম ওসমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাডভোকেট ওসমান।ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান বলেন, দিনে-রাতে শহরে ট্রাকসহ বড় গাড়িগুলো অনায়াসে শহরের ভেতরে ঢুকছে। যার কারণে দুর্ঘটনা বাড়ছে। এ বিষয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে দুর্ঘটনা আরও বাড়বে।কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মুজিবুর রহমান বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর: নাছির উদ্দিন নাছির

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে