মিয়ানমারে সহিংসতা বন্ধে চীনের সহযোগিতা চেয়েছে যুক্তরাষ্ট্র

মিয়ানমারে সহিংসতা বন্ধে চীনের সহযোগিতা চেয়েছে যুক্তরাষ্ট্র

আন্তজাতিক ডেস্ক : মিয়ানমারে সামরিক বাহিনীর সহিংসতা বন্ধে চীনের সহযোগিতা চেয়েছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের সামরিক বাহিনীর সহিংসতার বিরুদ্ধে গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে চীনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস। এদিকে, মিয়ানমারের সামরিক সরকারকে অবৈধ ও চলমান সহিংসতার জন্য দায়ী করে রিপোর্ট প্রকাশ করেছে দেশটিতে নিযুক্ত জাতিসংঘ মানবাধিকার কমিশন। দেশটিতে নিযুক্ত সংস্থাটির বিশেষ দূত বিশ্ব সম্প্রদায়কে মিয়ানমারের উপর অস্ত্র ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। মিয়ানমারের সেনাবাহিনীর টিকটক অ্যাপের মাধ্যমে বিক্ষোভকারীদের উপর গুলি করার বিভিন্ন হুমকির ভিডিও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। তবে টিকটক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে সহিংস কন্টেন্ট গুলো সরাতে তারা কাজ করছে। অন্যদিকে, ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে তারা সামরিক বাহিনী পরিচালিত রাষ্ট্রীয় ৫টি চ্যানেল বন্ধ করে দিয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

নির্বাচনে মন্ত্রী-এমপিরা অন্যায় হস্তক্ষেপ করবেন না: সমাজকল্যাণমন্ত্রী নির্বাচনে মন্ত্রী-এমপিরা অন্যায় হস্তক্ষেপ করবেন না: সমাজকল্যাণমন্ত্রী

দেশের রিজার্ভ কমে এক দশকের মধ্যে সর্বনিম্ন