চেক প্রজাতন্ত্রে অগ্নিকাণ্ডে ৩ শিশুসহ নিহত ১১

চেক প্রজাতন্ত্রে অগ্নিকাণ্ডে ৩ শিশুসহ নিহত ১১

চেক প্রজতন্ত্রে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন । শনিবারের এই ঘটনায় পুলিশ এবং দমকলবাহিনীর কর্মীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ থেকে ৩০০ কিলোমিটার দূরে পোল্যান্ড সীমান্তবর্তী বোহামিন শহরের একটি ১৩ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এ সময় আগুন দেখে ভয়ে লাফিয়ে পড়ে প্রাণ হারিয়েছেন ভবনটির পাঁচ বাসিন্দা। নিহতদের মধ্যে বাকি ছয়জন আগুনে পুড়ে মারা গেছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ভবনটিতে ইচ্ছাকৃতভাবে আগুন দেয়া হয়েছিল। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

স্থানীয় দমকলবাহিনীর প্রধান ভ্লাদিমির ভ্লেসেক বলেন, খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে যেটা অস্বাভাবিক। এরকম আগুন একটি রুমে লাগতে পারে কিন্তু এটি পুরো একটি ফ্ল্যাটে লাগে।

এই অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে চেক প্রজাতন্ত্র পুলিশ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সীতাকুণ্ড উপজেলা সাবেক চেয়ারম্যান রাজু আটক

শ্রমিক নেতা থেকে গুন্ডা বাহিনীর প্রধান হয়েছে শাজাহান খান: আব্দুল মোনায়েম মুন্না