অস্ট্রেলিয়ায় গণমাধ্যমের সংবাদ পাঠের সুবিধা খুলে দিলো ফেসবুক

অস্ট্রেলিয়ায় গণমাধ্যমের সংবাদ পাঠের সুবিধা খুলে দিলো ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়াতে গতকাল শুক্রবার থেকে আবারো গণমাধ্যমের সংবাদ পাঠ ও শেয়ার করার সুবিধা চালু করেছে ফেসবুক। পাশাপাশি স্থানীয় তিনটি প্রকাশক প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিকভাবে বাণিজ্যিক চুক্তির ঘোষণা দেয় মাধ্যমটি। এর ফলে দেশটির সরকার ও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির মধ্যে চলমান উত্তেজনা কিছুটা হলেও কমে এসেছে। তবে পুনরায় সুযোগটি চালু হলেও ফেসবুকের নেয়া পদক্ষেপের কারণে বিরূপ মনোভাব তৈরী হয়েছে দেশটির নাগরিকদের মধ্যে। এমনকি খুব প্রয়োজন ছাড়া ফেসবুক ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন অনেকেই। এর আগে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাণিজ্যিক চুক্তি আইনের জেরে দেশটিতে গণমাধ্যমের সংবাদ পাঠ ও শেয়ারের সুবিধা এক সপ্তাহের জন্য বন্ধ রাখে কোম্পানিটি।

 

 

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারী আটক

শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, নৌ-র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত