আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ৪১ অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন। গেল শনিবার নৌকাডুবির এ ঘটনা ঘটে। বুধবার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। যৌথ বিবৃতিতে সংস্থা দুটি জানিয়েছে, গেলো ১৮ই ফেব্রুয়ারি সংঘাতপূর্ণ লিবিয়া থেকে যাত্রা করেন ১শ ২০ অভিবাসনপ্রত্যাশী। উন্নত জীবনের আশায় একটি ডিঙ্গি নৌকায় ইউরোপের পথে পাড়ি দেন তারা। প্রায় ১৫ ঘণ্টা উত্তাল সাগরে থাকার পর নৌকায় পানি ঢুকে যায়। মধ্য ভূমধ্যসাগরে নৌকাডুবে শুধু চলতি বছরই ১শ ১৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।