ভাষা আন্দোলনই স্বাধীনতা অর্জনের শেকড়: প্রধানমন্ত্রী

ভাষা আন্দোলনই স্বাধীনতা অর্জনের শেকড়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতা অর্জনের শেকড় নিহিত ছিল ভাষা আন্দোলনে, ভাষা আন্দোলনের ঐতিহ্য ধরে রেখেই সামনে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতাকে অর্থবহ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, শহীদের রক্ত বৃথা যায়নি, যেতে পারে না। গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আওয়ামী লীগের আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন শেখ হাসিনা। রক্তের অক্ষরে ভাষার মর্যাদা রক্ষা করেছিল যারা, তাদের হাত ধরেই এসেছে স্বাধীনতা। তাদের সেই আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাখো শহীদের রক্তে পাওয়া স্বাধীনতা আর ভাষার মর্যাদা যে কোন মূল্যে রক্ষা করা হবে বলেও জানান তিনি। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকে বারবার ইতিহাস থেকে মুছে ফেলতে ব্যর্থ হয়েছে ষড়যন্ত্রকারীরা। শেখ হাসিনা বলেন, যারা রক্তের অক্ষরে ভাষার মর্যাদা রক্ষা করেছিল, স্বাধীনতার বীজ বপণ করেছিল, তাদের সে ত্যাগ বৃথা যেতে দেয়া হবে না।প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্র হিসেবে জাতির পিতা যে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, সেই দেশের জাতিকে উন্নত জীবন দেয়ার ব্রত নিয়ে কাজ করছে আওয়ামী লীগ।সরকার প্রধান আরো বলেন, বৈশ্বিক মহামারী করোনা মোকাবিলায় টিকা নেয়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্য সুরক্ষার সব নিয়ম মেনে চলতে হবে। প্রধানমন্ত্রী বলেন, টিকা নিলেও মাস্ক পরা, হাত ধোয়াসহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে। অন্তত নিজেকে সুরক্ষিত রাখতে হবে। কারণ দ্বিতীয় ডোজ রয়েছে। আবার করোনা টিকার কার্যকারিতা কতটুকু বা কী, এটিও গবেষণার পর্যায়ে আছে। শেখ হাসিনা বলেন, করোনার টিকা সবাই নেবেন। টিকা সংগ্রহ আমরা আগাম করেছিলাম, অনেক দেশ করতে পারেনি। কিন্তু টিকা নিলেও সুরক্ষা বিধি মেনে চলতে হবে। আলোচনা সভায় আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি প্রমুখ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি