মির্জা আল মাহমুদকে বিএনপি থেকে বহিষ্কার

মির্জা আল মাহমুদকে বিএনপি থেকে বহিষ্কার
ঢাকা: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মির্জা আল মাহমুদকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মির্জা আল মাহমুদকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।জানতে চাইলে সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বাংলানিউজকে বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ফোরাম থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। একই কারণে বিএনপির পক্ষ থেকে তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। জবাবে সন্তষ্ট না হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

২৪ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭৯ কোটি ডলার

তেল আবিবে ‘বড় আকারে’ হামাসের রকেট হামলা