আলজাজিরায় প্রতিবেদন প্রচারে একটি মহলের হাত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আলজাজিরায় প্রতিবেদন প্রচারে একটি মহলের হাত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ; আলজাজিরায় প্রতিবেদন প্রচারের পেছনে একটি মহলের হাত রয়েছে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যারা দেশে বোমা হামলা চালিয়েছিল এবং যারা দেশের শান্তি, সম্মৃদ্ধি ও উন্নয়নের শত্রু তারাই এর সাথে জড়িত বলেন তিনি। গতকাল শনিবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিলেই সঙ্গে সঙ্গেই দেশ করোনা মুক্ত হবে না। আল্লাহর রহমতে করোনা এখন নিয়ন্ত্রণে আছে। সবার মনের সাহসও বেড়েছে। তবে সাহস অতিরিক্ত বাড়াটাও ঠিক হবে না কারণ করোনা এখন দেশ থেকে যায়নি। এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এসময় সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মজিদ ফটো, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি