নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের শেখের মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। নিহত নুরুল ইসলাম জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের মধ্য সুটিপাড়া গ্রামের মৃত নেছার মামুদের ছেলে।পুলিশ জানায়, ফুলতলা থেকে ভ্যানে নুরুল নিজ বাড়িতে ফিরছিলেন। ভ্যানটি শেখের মসজিদের সামনে বিপরীতমুখী পিকআপের সঙ্গে ওই ভ্যানরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই কৃষক ও ভ্যান চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি। সেখানে নুরুলের অবস্থা আশংকাজনক হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।