ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ক্যাডার অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচনে সভাপতি পদে বিবিএস-এর উপমহাপরিচালক ঘোষ সুবব্রত এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় উপপরিচালক মহিউদ্দিন আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) অডিটোরিয়ামে বিসিএস (পরিসংখ্যান) ক্যাডার অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয়।নির্বাচনে ভোটাররা সরাসরি ভোটদানের পাশাপাশি প্রথম বারের মতো অনলাইনেও ভোটাধিকার প্রয়োগ করেন।এ নির্বাচনে ২১ সদস্য বিশিষ্ট নির্বাচিত কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বিবিএস যুগ্মপরিচালক আমজাদ হোসেন সহ-সভাপতি হয়েছেন। বিবিএস উপপরিচালক মো. আরিফ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক ও বিবিএস উপপরিচালক মো. নাজমুল হক সাংগাঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।