অস্কারজয়ী অভিনেতা কানাডিয়ান অভিনেতা ক্রিস্টোফার প্লামার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯১ বছর।‘দ্য সাউন্ড অব মিউজিক’ খ্যাত অভিনেতা প্লামার ক্যান্সিটিকাটে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিংবদন্তি এ অভিনেতার মৃত্যুর সংবাদ তার পরিবার সদস্যরা জানিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে।বিগত সাত দশক ধরে তিনি শুধু সেলুলয়েড পর্দাতেই নয়, মঞ্চের দর্শকদেরও মাতিয়েছেন। অভিনয় করেছেন ‘দ্য সাউন্ড অফ মিউজিক’, ‘দ্য মায়ন হু উইল বি কিং’, ‘অল দ্য ওয়ার্ল্ড’-এর মতো সিনেমায়।তিনি ২০১২ সালে বিগিনারস চলচ্চিত্রের জন্য অস্কার জিতেছিলেন এবং ২০১০ সালে ‘দ্য লাস্ট স্টেশন’ ও ২০১৮ সালে ‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’ সিনেমার জন্য মনোনীত হয়েছিলেন।১৯২৯ সাল কানাডার এক ‘রাজকীয়’ পরিবারে জন্ম নেন ক্রিস্টোফার প্লামার। ‘রাজকীয়’ বলা হয় এ কারণেই, কেননা কানাডার তৃতীয় প্রধানমন্ত্রী জন অ্যাবটের নাতি ক্রিস্টোফার। টরোন্টো শহরে বেড়ে ওঠেন তিনি। ছোটো থেকেই ইংরেজি ও ফরাসি ভাষায় তিনি সমান দক্ষতা ছিলেন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।