গাজীপুরে পৃথক ঘটনায় নিহত ৩

গাজীপুরে পৃথক ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে দুই সড়ক দুর্ঘটনায় দু’জন এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- সিরাজগঞ্জের কামারখন্দ থানার জামতলা এলাকার আলতাফ হোসেনের ছেলে শামীম হোসেন (৩৬) ও শেরপুরের ঝিনাইগাতী থানার জারুলতলা এলাকার জুলহাস আকন্দের ছেলে মেহেদী হাসান (১৪)। সালনা হাইওয়ে থানার ওসি নাসির উদ্দিন মজুমদার বলেন, রিকশায় করে শামীম হোসেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের দিকে যাচ্ছিল। এ সময় চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে একটি গাড়ি ওই রিকশাকে ধাক্কা দেয়। এতে শামীম ঘটনাস্থলেই মারা যান। শামীম ওই এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে, গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার এসআই মোসাব্বির হোসেন বলেন, গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিকল অবস্থায় একটি পিকআপ দাঁড়িয়ে ছিল। এ সময় পাথরবোঝাই একটি ট্রাক উল্টো পথে এসে ওই পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপের হেলপার মেহেদী হাসান ও চালক আজাদ হোসেন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, গাজীপুর সিটি করপোরেশনের রাজাবাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খালিদ হাসান মিলু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি খাবার হোটেলে এ দুর্ঘটনা ঘটে। খালিদ গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন রাজাবাড়ী এলাকার আয়নাল হকের ছেলে। জানা গেছে, রাজাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে খালিদের একটি খাবার হোটেল রয়েছে। সকালে ওই হোটেলের সামনে খালিদসহ ৪-৫জন সাইনবোর্ড টানাচ্ছিলো। একপর্যায়ে উপরে থাকা বিদ্যুতের তারের সঙ্গে সাইনবোর্ডের সংস্পর্শ লেগে খালিদসহ ৪-৫জন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খালিদ হাসপাতাল নেওয়ার পথেই মারা যান। কোনাবাড়ী থানার এএসআই মো. মমিন মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

১৬৯ কর্মচারিকে চাকরিচ্যুত করলো রাসিক

মেহেন্দিগঞ্জ পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণের কর্মসূচি-৩ পরকল্পের চেক বিতরণ