ঢাকা: রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের পাশে থাকবে চীন। সোমবার (১৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে চীনা রাষ্ট্রদূত এ কথা বলেন।চীনা দূতাবাস সোমবার রাতে জানিয়েছে, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষতে রোহিঙ্গা ইস্যু এবং আসন্ন ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে আলোচনা করেন। রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধান ও এই অঞ্চলে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও মিয়ানমারকে সমর্থন অব্যাহত রাখবে বলে জানান লি জিমিং।রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে চীনের মধ্যস্থতায় মঙ্গলবার (১৯ জানুয়ারি) ত্রিপক্ষীয় বৈঠক শুরু হচ্ছে।বাংলাদেশ, মিয়ানমার ও চীনের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেবেন। এ বৈঠক সামনে রেখে চীনা রাষ্ট্রদূত লি জিমিং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলোচনা করেন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।