বিষাক্ত মদপানে ভারতে অন্তত ৩৮ জনের মৃত্যু

বিষাক্ত মদপানে ভারতে অন্তত ৩৮ জনের মৃত্যু

ভারতের পাঞ্জাবের বিভিন্ন জেলায় বিষাক্ত মদপানে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে রাজ্য সরকারের দেয়া এক বিবৃতিতে বলা হয়, বুধবার রাতের পর থেকে অমৃতসর, বাটালা ও তরন তারন জেলায় এই প্রাণহানির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত ২৯শে জুলাই অমৃতসরের তারসিক্কা এলাকার মুচ্চাল ও টাংরা গ্রামে প্রথম পাঁচজনের মৃত্যু হয়। শুক্রবার বাটালায় পাঁচজন ও তারনে চার জনের মৃত্যু হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত আট অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি