চট্টগ্রাম: সিআইপি পরিচয়ে প্রতারণা ও পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু বে ভিউতে অবস্থান নেওয়া মো. ফারুক (৩৫) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৭ জানুয়ারি) পুলিশের পক্ষ থেকে তাকে আটকের বিষয়টি জানানো হয়।আটক মো. ফারুক কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার সুরপুর এলাকার মো. লোকমানের ছেলে। তার কাছ থেকে একটি জাল সিআইপি কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, সিআইপি পরিচয়ে প্রতারণা ও পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু বে ভিউতে অবস্থান নেওয়া মো. ফারুককে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি জাল সিআইপি কার্ড উদ্ধার করা হয়েছে।মো. ফারুকের বিরুদ্ধে বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান।এসআই মোমিনুল হাসান বলেন, মো. ফারুক একজন প্রতারক। তিনি নিজেকে সিআইপি পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেন। কখনও কখনও তিনি নিজেকে পুলিশের ডিআইজি পরিচয় দেন। ফারুক ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে গ্রেফতার হয়েছিলেন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।