সিআইপি পরিচয়ে প্রতারণা, পুলিশের হাতে ধরা

সিআইপি পরিচয়ে প্রতারণা, পুলিশের হাতে ধরা
চট্টগ্রাম: সিআইপি পরিচয়ে প্রতারণা ও পাঁচ তারকা হোটেল র‌্যাডিসন ব্লু বে ভিউতে অবস্থান নেওয়া মো. ফারুক (৩৫) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৭ জানুয়ারি) পুলিশের পক্ষ থেকে তাকে আটকের বিষয়টি জানানো হয়।আটক মো. ফারুক কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার সুরপুর এলাকার মো. লোকমানের ছেলে। তার কাছ থেকে একটি জাল সিআইপি কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন  বলেন, সিআইপি পরিচয়ে প্রতারণা ও পাঁচ তারকা হোটেল র‌্যাডিসন ব্লু বে ভিউতে অবস্থান নেওয়া মো. ফারুককে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি জাল সিআইপি কার্ড উদ্ধার করা হয়েছে।মো. ফারুকের বিরুদ্ধে বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান।এসআই মোমিনুল হাসান  বলেন, মো. ফারুক একজন প্রতারক। তিনি নিজেকে সিআইপি পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেন। কখনও কখনও তিনি নিজেকে পুলিশের ডিআইজি পরিচয় দেন। ফারুক ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে গ্রেফতার হয়েছিলেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু

মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত