নির্যাতনে আইনজীবীর মৃত্যু: এসআই প্রত্যাহার

নির্যাতনে আইনজীবীর মৃত্যু: এসআই প্রত্যাহার
বরিশাল: বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের এসআই মহিউদ্দিন মাহিকে ক্লোজড করা হয়েছে। সোমবার দিবাগত রাতে তাকে গোয়েন্দা পুলিশ থেকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ খবর নিশ্চিত করেন বরিশাল  মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান।তিনি জানান, প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একটি অভিযোগের তদন্ত চলায় তাকে প্রত্যাহার করা হয়।বরিশাল আইনজীবী সমিতির শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করিম রেজাকে মাদক ব্যবসায়ী সাজিয়ে গ্রেফতারের পর নির্যাতন করায় মৃত্যুবরণ করেন বলে অভিযোগ রূপাতলী সাগরদী এলাকার আব্দুল হামিদ খান সড়কের বাসিন্দা নিহতে রেজাউলের পরিবারের। শনিবার (২ জানুয়ারি) রাত ১২টা ৫ মিনিটে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রেজাউল।এ ঘটনার প্রতিবাদে রোববার বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও এসআই মহিউদ্দিনের বাড়িতে হামলা করে। ওই দিনই উপকমিশনার মোকতার হাসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি কাজ শুরু করার পরই প্রত্যাহার করা হলো এসআই মহিউদ্দিন মাহিকে।নিহত রেজাউলের বাবা ইউনুস মুন্সী জানিয়েছেন, সোমবার কোতয়ালী থানায় মামলা দায়েরের জন্য গিয়েছিলেন তিনি। কিন্তু থানার ওসি মামলা নেননি। মঙ্গলবার আদালতে মামলা করবেন বলেও জানান নিহত আইনজীবীর বাবা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন