সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে সড়ক দুর্ঘটনায় গতকাল বুধবার ৯ ব্যক্তি প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে মানিকগঞ্জে ৩, মুন্সিগঞ্জে ১, চট্টগ্রামে ১, চাপাইনবাবগঞ্জে ১, কুড়িগ্রাম ও ঝিনাইদহ ২ জন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে এসব তথ্য জানা যায়।
মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
মানিকগঞ্জের সদর উপজেলায় হিজুলী ও বাসস্ট্যান্ড এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। মানিকগঞ্জ সদর থানার ওসি আকবর আলী খান বলেন, সকালে একটি পিকআপ ভ্যানে কাজে যাচ্ছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। পিকআপ ভ্যানটি উপজেলার হিজুলী এলাকায় নির্মাণ শ্রমিকবাহী পিকআপটি উল্টে যায় এবং পিকআপের নিচে চাপা পড়ে সদর উপজেলার গাবতলী এলাকার আলতু মিয়ার ছেলে আলম মিয়া (৪০) এবং একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে সিদ্দিক (৪০) মিয়া নামে দুই শ্রমিক মারা যান। গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বলেন, দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের চাপায় আজিজুর রহমান (৪৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হন। নিহত আজিজুর রহমান টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ফাইজপুর গ্রামের মৃত আইজুদ্দিনের ছেলে।
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে প্রকাশ কুমার দাস (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে শহরের বাসাইল রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রকাশ কুমার দাস নরসিংদীর শিবপুরের থার্মেক্স গ্রপের সিনিয়র ফোরম্যান ছিলেন। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক মো. শাহআলম বলেন, দুপুরে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনটি নরসিংদী শহরের বাসাইল রেলওয়ে ক্রসিং অতিক্রম করছিল। তখন প্রকাশ রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়েন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মুন্সিগঞ্জে বাসচাপায় কিশোরের মৃত্যু
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বাসচাপায় আল ইমরান (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আল ইমরান সমষপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ইলিশ পরিবহনের একটি বাসের সামনে দিয়ে সড়ক পার হচ্ছিল আল ইমরান। ওই বাস পার হওয়ার পরে মাওয়াগামী ডিএম পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় সে।
চট্টগ্রামে টেম্পু উল্টে যুবকের মৃত্যু
চট্টগ্রাম নগরে টেম্পু উল্টে সিরাজুল ইসলাম নামে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বায়েজিদ থানাধীন রৌফাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিরাজুল ইসলামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার বগিরচর এলাকায়। আতুরার ডিপো এলাকার আমিন কলোনীতে ভাড়া বাসায় থাকতেন তিনি। তার বাবার নাম মৃত শহিদুল ইসলাম। বায়েজিদ থানার এসআই নুর নবী বলেন, রৌফাবাদে একটি টেম্পু উল্টে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এ সময় আহত হয়েছে তিনজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ট্রলি উল্টে চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জের মুসলিমপুরে কাঠখড়ি বোঝাই একটি ট্রলি উল্টে চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুরে এ ঘটনা ঘটে। চালক আবদুর রহিম (৩০) জেলার শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি গ্রামের হোসেন আলী মন্ডলের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার এসআই আতাউর রহমান জানান, গতকাল বুধবার ভোরে কাঠখড়ি বোঝাই ট্রলি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে যাচ্ছিলেন আবদুর রহিম। পথে মুসলিমপুর বাজারের অদূরে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রলিটি খাদে পড়ে যায়। এতে কাঠখড়ির নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান রহিম। সকালে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় আবু বক্কর (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় কুড়িগ্রাম-চিলমারী আন্তঃ উপজেলা সড়কের মিনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় আবু বক্কর বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে কুড়িগ্রামগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহের কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় ইকবাল হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের বারোবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান জানান, ইকবাল মোটরসাইকেল নিয়ে যশোরে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগি বোঝায় কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পবিপ্রবি র‌্যাগিংয়ে আহত পাঁচ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

বড়াইগ্রামে নির্যাতিত আ’লীগ কর্মীর বাড়িতে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী