বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ক্যাপ্টেন তানভীর অতিথিকে ১৪টি কি গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে দ্রুততম সময়ের মধ্যে কনটেইনার হ্যান্ডলিংয়ে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, নতুন নতুন হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট সংগ্রহসহ বিভিন্ন বিষয় অবহিত করেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় করেছেন এবং বন্দর পরিদর্শন করেছেন।
চসিক প্রশাসকের সঙ্গে মতবিনিময়
চার্জ দ্য অ্যাফেয়ার্স সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, সচিব মোহাম্মদ আবু শাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহাম্মেদ, প্রশাসকের একান্ত সচিব আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।