পৃথিবীতে এসেই লটারি জয়!

পৃথিবীতে এসেই লটারি জয়!

নিজস্ব প্রতিবেদক : জীবনে লটারিতে কিছু না পাওয়ার দুঃখটা বেশ ভালোভাবেই মনে গেঁথেছিল। লটারি-ভাগ্য ফেরাতে তাই এক রকম জেদ করে লটারির টিকিট কিনতে থাকেন অস্ট্রেলিয়ার ওই ব্যক্তি।

বলা যায়, পৃথিবীতে এসেই লটারি জিতে নিয়েছে নবজাতকটি। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ওই ব্যক্তি একই দিনে সন্তান লাভ ও লটারি জিতে দারুণ উচ্ছ্বসিত।

এই ঘটনার পর নিজের প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘সন্তানের জন্মের খুশিতেই নিজেদের ভাগ্যবান মনে হচ্ছিল। তাই তার নামেই একটি লটারির টিকিট কিনেছিলাম। সৌভাগ্যবশত সেই টিকিটেই লটারি জিতেছি। একই দিনে লটারি এবং সন্তান লাভের মতো খুশির ঘটনা ঘটেছে। একই দিনে সব খুশির খবর। এটা সত্যিই দারুণ একটা দিন ছিল।’

লটারিতে জেতা পুরস্কারের অর্থ সন্তান ও মায়ের দেখাশোনার কাজে ব্যয় করবেন বলে জানিয়েছেন ওই ব্যক্তি। —ইউপিআই

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দোকানে দোকানে ঘুরে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক কুবি শিক্ষার্থীদের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে লাখো মানুষের সাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন