হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার করা ২৫০ কেজি ওজনের সিলিন্ডার সদৃশ বোমাটি ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে টাঙ্গাইলের রসুলপুরে বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে এ বোমাটি ধ্বংস করা হয়। এ সময় বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। বিমানবাহিনীর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে বুধবার (৯ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন থার্ড টার্মিনালে মাটি খোঁড়ার সময় ২৫০ কেজি ওজনের সিলিন্ডার সদৃশ বোমাটি উদ্ধার করা হয়। বোমাটি মুক্তিযুদ্ধের সময়কার বলে প্রাথমিকভাবে ধারণা করেন বিমানবন্দরের পরিচালক।
পরে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট সেটিকে নিরাপদে সরিয়ে নেয়। তাৎক্ষণিকভাবে বোমাটি নিষ্ক্রিয় করে ধ্বংস করার জন্য পাঠানো হয় টাঙ্গাইলে। বর্তমানে বিমানবন্দর এলাকায় এ ধরনের আর কোনো বোমা আছে কি না, তা নিশ্চিত হতে নির্মাণাধীন টার্মিনাল এলাকায় চলছে অনুসন্ধান।