পাবনার দুই উপজেলা পরিষদের উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম

পাবনার দুই উপজেলা পরিষদের উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম

পাবনা প্রতিনিধি

    পাবনার বেড়া ও ঈশ্বরদী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। ঘন কুয়াশায় সকালে ভোটার উপস্থিতি কম। তবে, বেলা বাড়লে উপস্থিতি বাড়বে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    পাবনা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন নিয়ে বেড়া উপজেলা গঠিত। উপজেলায় ভোটার ২ লাখ ৩ হাজার ৮০২ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৩ হাজার ৪৯৮ ও নারী ভোটার রয়েছে ১ লাখ ৩০৪ জন। ভোটকেন্দ্র ৬৮টি। এ ছাড়া একটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন নিয়ে ঈশ্বরদী উপজেলা। উপজেলায় ভোটার ২ লাখ ৫৪ হাজার ১৪৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২৮ হাজার ২৪২ ও নারী ভোটার রয়েছে ১ লাখ ২৪ হাজার ৯০৬ জন; ভোট কেন্দ্র ৮৪টি।

    নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, শান্তিপূর্ণ ভোটগ্রহণে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

    Leave a reply

    Minimum length: 20 characters ::

    More News...

    ১৬৯ কর্মচারিকে চাকরিচ্যুত করলো রাসিক

    মেহেন্দিগঞ্জ পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণের কর্মসূচি-৩ পরকল্পের চেক বিতরণ