করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে ফ্রান্সে কারফিউ জারি

করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে ফ্রান্সে কারফিউ জারি

প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে ফ্রান্সের রাজধানী প্যারিসসহ আরো আটটি শহরে রাতের বেলায় কারফিউ জারি করেছে ফ্রান্স সরকার। স্থানীয় সময় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত আগামী চার সপ্তাহ এই কারফিউ বলবৎ থাকবে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বুধবার টেলিভিশনে দেওয়া একটি সাক্ষাতকারে ম্যাক্রোঁ এমনটি জানান।

ইউরোপ জুড়ে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আঘাত হেনেছে। যে কারণে ইউরোপের দেশগুলিতে দ্রুত হারে করোনা সংক্রমণ বাড়ছে। ফ্রান্সে গত বুধবার নতুন করে ২২ হাজার ৯৫১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ৩ কোটি ৮৭ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত। প্রাণ হারিয়েছে ১০ লাখ ৯৬ হাজারেরও বেশি মানুষ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

“চবির পঞ্চম সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূসকে ডি.লিট. প্রদান, ডিগ্রি পেলেন ২২ হাজারেরও বেশি শিক্ষার্থী”