মা ইলিশ সংরক্ষণে কীর্তনখোলা নদীতে প্রশাসনের মহড়া

মা ইলিশ সংরক্ষণে কীর্তনখোলা নদীতে প্রশাসনের মহড়া

বরিশালে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযানের উদ্বোধন হয়েছে।  বুধবার সকাল সাড়ে ৯টায় নগরীর কীর্তনখোলা নদীর ডিসি ঘাট এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

উদ্বোধনকালে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ এবং কোস্টগার্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক বলেন, মা ইলিশ সংরক্ষণ করলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পায়। ২২ দিনের প্রজননকালীন সময়ে মা ইলিশ সংরক্ষণের জন্য নৌ-পুলিশ, কোস্টগার্ড, র‌্যাব, পুলিশ, মৎস্য অফিস ও  জেলা প্রশাসন যৌথভাবে বিভিন্ন নদী ও বাজারে অভিযান চালাবে। এ সময় ইলিশ ধরা, সংরক্ষণ, বাজারজাত এবং ক্রয়-বিক্রয়ের সাথে কারোর সংশ্লিষ্টতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল জরিমানা করা হবে।

ইলিশ ধরা বন্ধের দিনগুলোতে মৎস্য অধিদপ্তর থেকে বরাদ্দকৃত জেলেদের সহায়তা সবার দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

জেলা মৎস্য জেলা কর্মকর্তা আবু সাঈদ বলেন, বুধবার শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণ অভিযান আগামী ৪ নভেম্বর পর্যন্ত চলবে। এ সময় ইলিশ সংরক্ষণ অভিযানে দায়িত্বরত কোনো কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে কীর্তনখোলা নদীতে মা ইলিশ সংরক্ষণে মহড়া চালায় প্রশাসন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

“চবির পঞ্চম সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূসকে ডি.লিট. প্রদান, ডিগ্রি পেলেন ২২ হাজারেরও বেশি শিক্ষার্থী”