এফসিডিও যুক্তরাজ্যের নতুন সংস্থা

এফসিডিও যুক্তরাজ্যের নতুন সংস্থা

ঢাকা: যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর নাম পরিবর্তনের মাধ্যমে এখন থেকে ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) নামে নতুনভাবে পরিচালিত হবে। আগের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস (এফসিও) ও ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) সংস্থা দুটি একত্রে যুক্ত হয়ে পরিচালিত হবে এফসিডিও।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানিয়েছে।

যুক্তরাজ্য হাইকমিশন জানায়, এফসিডিও সংস্থার সাথে ডিএফআইডি যুক্ত হয়েছে। ব্রিটিশ ফরেন সেক্রেটারির অধীনে পরিচালিত হবে এই সংস্থা।

এফসিডিও’র যাত্রা উপলক্ষে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, আজকের দিনটি যুক্তরাজ্য সরকারের একটি বিশেষ দিন। কেননা, আজ এফসিডিও’র যাত্রা শুরু হচ্ছে।

উল্লেখ্য, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গত জুন মাসে ডিএফআইডিকে ফরেন অফিসের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। সেই অনুযায়ী ডিএফআইডি এফসিডিও’র সঙ্গে যুক্ত হচ্ছে। এর মধ্যে দিয়ে যুক্তরাজ্য সরকারের অনুদান ফরেন অফিসের মাধ্যমে দেওয়া হবে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মমতার বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ গৃহীত

আরও তিন অঙ্গরাজ্য ট্রাম্পের ঝুলিতে