কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে তলা ফেটে লঞ্চ বিকল, ১২০ যাত্রীকে উদ্ধার

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে তলা ফেটে লঞ্চ বিকল, ১২০ যাত্রীকে উদ্ধার

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পদ্মানদীর চায়না চ্যানেলে এমভি শাহ পরান নামের একটি লঞ্চের তলা ফেটে বিকল হয়ে যায়। শরিয়তপুরের মাঝিকান্দি থেকে ১২০ জন যাত্রী নিয়ে লঞ্চটি শিমুলিয়া যাচ্ছিল।

পদ্মা নদীর চায়না চ্যানেলের কাছে এলে ড্রেজারের পাইপের সাথে ধাক্কা লেগে লঞ্চটির তলা ফেটে পানি উঠতে থাকে। পরে কাঁঠালবাড়ী ঘাট থেকে অন্য লঞ্চ পাঠিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়। রবিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।জানা গেছে, সকালের দিকে শরিয়তপুরের মাঝিকান্দি ঘাট থেকে এমভি শাহ পরান নামের একটি লঞ্চ ১২০ জন যাত্রী নিয়ে মুন্সীগঞ্জের শিমুলিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। লঞ্চটি মাঝ পদ্মার চ্যানেল অতিক্রম করতে গেলে ড্রেজারের পাইপের সাথে ধাক্কা লেগে তলা ফেটে যায়। এসময় পানি উঠে ডোবার উপক্রম হয় লঞ্চটি। খবর পেয়ে বিআইডব্লিউটিএ অন্য লঞ্চ পাঠিয়ে যাত্রীদের উদ্ধার করে শিমুলিয়া পৌঁছে দেয়।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, দুর্ঘটনার সাথে সাথেই অন্য লঞ্চ দিয়ে সকল যাত্রীদের উদ্ধার করে নিরাপদে পৌঁছে দেয়া হয়েছে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন